Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৭:৩১ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৭:৩১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে অবৈধভাবে চোরাচালান রোধকল্পে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আহ্বানে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি খেদাছড়া জোন অধিনস্ত অযোধ্যা বিওপি ও ভারতীয় ৬৬ বিএসএফ বগাফা'র অধীনস্ত আশ্চার্যপাড়া ক্যাম্পের ২২২৮/৩ আর নং মেইন পিলার এলাকায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৪০ বিজিবি খেদাছড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল আলমের সাথে ৯ জন বিজিবি সদস্য ও ৬৬ বিএসএফ বগাফা'র অধিনায়ক কমান্ড্যান্ট দীনেশ কুমার শিং সাথে ৯ জন বিএসএফ সদস্য অংশ নেন।

জানা যায়, বৈঠকে দুই দেশের মধ্যে চোরাচালান রোধসহ এবং মাদক নির্মূলে বিভিন্ন বিষয়ে আধ ঘণ্টাব্যাপী আলোচনা করা হয়।

Bootstrap Image Preview