Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ১২ শিক্ষার্থী 

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:৩০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৫:৩০ PM

bdmorning Image Preview


২০১৭ সালের অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ শিক্ষার্থী ‘কলা অনুষদ ডীনস্ অ্যাওয়ার্ড-২০১৭’ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় ডীনস্ কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দর্শন বিভাগের আসমা আক্তার, ইতিহাস বিভাগের মো. কেএম আব্দুল্লাহ আল আমিন রাব্বী, ইংরেজি বিভাগের তাহেনাজ পারভীন বিভা, বাংলা বিভাগের মোছা. নিলুফা ইয়াসমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না সিদ্দিকী, আরবী বিভাগের মো. আবু বকর সিদ্দিক, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাহবুবুর রহমান, সঙ্গীত বিভাগের মোছা. উম্মে কুলসুম, নাট্যকলা বিভাগের মো. তাশহাদুল ইসলাম তারেক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. মোসলেমা খাতুন, সংস্কৃত বিভাগের কিরণ দেবী এবং উর্দু বিভাগের মোছা. সুমাইয়া সুলতানা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান পরীক্ষার ফলাফল ভাল করার ব্যাপারে বলেন, একই বিভাগের ৫০ জন শিক্ষার্থী সবাই একই গুরুর কাছে পড়ছে। কিন্তু এদের মধ্যে কেউ প্রথম হচ্ছে, কেউ ভাল ফলাফল করছে আবার কেউ অকৃতকার্য হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? তাই বলে তাঁদের কেউ যে মেধাবী না, তা আমি মনে করি না। যাঁরা অ্যাওয়ার্ড পায়নি, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারাও শিক্ষায় অনুপ্রাণিত হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনেও মেধার পরিচয় দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপস্থিত ছিলেন। ফারসি ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতাউল্যাহর সঞ্চালনায় অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক সভাপতিত্ব  করেন।

পরে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিভাগের তাহেনাজ পারভীন বিভা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না সিদ্দিকী, নাট্যকলা বিভাগের মো. তাশহাদুল ইসলাম তারেক তাদের অনুভূতি ব্যক্ত করেন।

Bootstrap Image Preview