Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে বিভিন্ন মামলার আলামত ধ্বংস

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিস্পত্তি হওয়া বিভিন্ন মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে আদালতের আদেশক্রমে আদালত প্রাঙ্গণে আগুনে পুরিয়ে এসমস্ত আলামত ধ্বংস করা হয়।

শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু শাহীন খান কনকের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হয়। আলামতগুলো শাহজাদপুর চৌকি কোর্টের মালাখানায় জব্দ ছিল।

শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের কোর্ট ইন্সপেক্টর ফজলে বাড়ি জানান, ধ্বংসকৃত আলামতের মধ্যে গাঁজা ছিল ৪ কেজি। এ ছারা বিভিন্ন মামলায় জব্দকৃত রক্তমাখা জামা কাপড়সহ অন্যান্য মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র। বিধি মোতাবেক এসমস্ত আলামত ধ্বংস করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল কাশেম, জিআরও হাফিজুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview