নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি বনগরু উদ্ধার করেছেন স্থানীয় জনগণ।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বনগরুটি (গয়াল) উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে জোত বাজার এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া করে সেটি আটক করেন। পরে সেটি বেঁধে রেখে মান্দা থানায় ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন তারা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে প্রাণিটি উদ্ধার করতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর সেটি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন প্রাণীটির সঠিক নাম জানা যাবে।
স্থানীয়দের দাবি, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও দেখা যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কীভাবে এখানে এলো তাও তদন্ত করে দেখতে হবে।