Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল।

সোমবার দুপুর ১২টার দিকে প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ির তুমব্রম্ন কোনার পাড়ার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের প্রফেসার ইয়াং হেলি রোহিঙ্গাদের কাছে জানতে চান তাদের কোনো সমস্যা হচ্ছে কি না? এর জবাবে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও মো. আরিফ বলেন, তুমব্রম্ন বিজিপি ক্যাম্পের নিচে মিয়ানমারের ভেতরে খালের উপর মিয়ানমার যে সেতু নির্মাণ করছে তা বাস্তবায়ন হলে আসন্ন বর্ষা মৌসুমে পানির ঢলে কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্প পানিতে ভেসে যেতে পারে।

রোহিঙ্গারা আরো বলেন, মিয়ানমার তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিলে তারা মিয়ানমারে ফিরে যাবে। এ ব্যাপারে জাতিসংঘের প্রতিনিধি দল রোহিঙ্গাদের আশ্বস্ত করেন।

এরপর জাতিসংঘের প্রতিনিধি দল কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আইওএম হাসপাতাল পরিদর্শন করেন তারা।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে তারা কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেন। ক্যাম্প পরিদর্শনের সময় বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview