Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে নতুন সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল ওথায়মিন।

রবিবার ওআইসির কার্যালয়ে তিন দিনব্যাপী সিনিয়র অফিসিয়াল মিটিং (SOM) অনুষ্ঠানে তিনি এ অভিনন্দন জানান। ৪৬তম কাউন্সিল অব মিনিস্টার্স (CFM) সভার প্রস্তুতি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।  

মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নে অগ্রগতি সাধিত হচ্ছে।

তিনি বলেন, মুসলিম উম্মার মধ্যে সম্পর্ক দৃঢ়করণে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।

Bootstrap Image Preview