Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৯:২৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছে। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারেন।

বর্তমানে পুলিশ বাহিনীতে ২ লাখ ১২ হাজার পুলিশ রয়েছে।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বলেন, জনসংখ্যা বৃ‌দ্ধির সা‌থে সা‌থে প‌রিব‌র্তিত জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তিতে উপযুক্ত পু‌লি‌শি সেবা অটুট রে‌খে উৎকর্ষতা অর্জ‌নের জন্য প্র‌য়োজনীয় জনবল নি‌য়ো‌গের উ‌দ্যোগ গ্রহণ করা হ‌বে।

Bootstrap Image Preview