Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরীয় সীমান্তে গোলান মালভূমিতে রকেট হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


সিরীয় সীমান্তে অধিকৃত গোলান মালভূমিতে আয়রন ডোম ইন্টারসেপটর সিস্টেম দিয়ে রকেট হামলা চালিয়েছে ইসরাইল।

রবিবার সিরিয়ার উত্তর সীমান্ত অংশে অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালায়।

ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট করেনি কোথা থেকে রকেট হামলা শুরু করা হয়েছে। উত্তর গোলান লেবাননের ভূখণ্ডের কাছাকাছি।

এ রকেট হামলার পরপরই সিরিয়ার সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, 'আামাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলা ব্যর্থ করেছে। হামলা আমরা আগেই প্রতিরোধ করতে পেরেছি।'

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

Bootstrap Image Preview