Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে ৭৯ পিস ফেনসিডিলসহ বাসযাত্রী আটক  

  নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম থেকে ৭৯ পিস ভারতীয় ফেনসিডিলসহ আলকেস আহমেদ (৩০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।  

আজ রবিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক আলকেস আহমেদ চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ রামচাঁদ শিকারী এলাকার জিল্লুর রহমানের ছেলে।

থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বনপাড়া-ঢাকা মহাসড়কের মাঝগাঁও লাথুরিয়া এলাকায় যানবাহনের নিয়মিত তল্লাশি চালানোর সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস থেকে ফেনসিডিলসহ আলকেসকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট সারোয়ার জাহান ও সঙ্গীয় ফোর্স।

আটক আলকেসকে মাদক আইনে মামলা প্রদান করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview