নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৮৭ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দকুর রহমান পাটোয়ারী এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জেলা পরিষদ সদস্য ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ, পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার প্রমূখ।