Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের জন্য নয়: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্য। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকেদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার।

রবিবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যম যদি স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে সমান্তরালে কাজ করে তাহলে এই মাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় ইউরোপ, আমেরিকার গণমাধ্যমের লেভেলে নিয়ে যেত পারবেন বলেন আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি

তিনি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমের বিস্তৃতি ও বিকাশ এবং অধিকতর কার্যকরের জন্য কাজ করা হবে। ডিজিটাইল আইন নিয়ে সাংবাদিকদের যেসব উদ্বিগ্নতার জায়গা, রয়েছে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার অগ্রগতি এবং তাদের বিচারের জন্য সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে।

নিজেদের কারণেই বিএনপির রাজনৈতিক বিপর্যয় ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে বিএনপি জনগণের জন্য রাজনীতি করেনি। তারা নিজেদের ইস্যু নিয়ে ব্যস্ত ছিল। তারা এই কয়েক বছরে খালেদা জিয়ার মুক্তি, দণ্ডিত আসামি তারেক রহমানকে ফেরানো, নিরপেক্ষ সরকার এসব ইস্যু নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এগুলো জনকল্যাণভিত্তিক বা জনগণের বিষয় নয়।

Bootstrap Image Preview