Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১০:০৫ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন। 

রবিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানাবেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। এর আগে শেষবার ২০১৪ সালের ১৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সংশ্লিষ্টদের কয়েক দফা নির্দেশনাও দেন তিনি।

নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ৭ জানুয়ারি ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview