Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক ট্রাক ফেনসিডিলসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ট্রাক বোঝাই ফেনসিডিল নিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে দিয়ে যাচ্ছিলো মাদকের একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল বোঝাই ট্রাকসহ দুইজন আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই ঘটনায় ২ জনকে আটকের কথা জানান র‍্যাব কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ব্রজবাকসা থেকে পটুয়াখালী উদ্দেশে ফেনসিডিল পাচার করার সংবাদ পায় র‍্যাব। এরই ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার জিরো পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় একটি ট্রাকের জ্বালানি ট্যাংকের ভেতর থেকে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব সদস্যরা। এ সময় ট্রাক চালক মো.কদম আলী ও চালকের সহকারী মো. রানা হোসেনকে আটক করা হয়। তাদের বাড়ি যশোরের ঝিকরগাছা থানায় বলে জানা গেছে।

আটককৃতরা র‍্যাবের জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশালের বিভিন্ন এলাকাতে সরবরাহ করতো তারা।

এ ঘটনায় র‍্যাবের ডিএডি মো. মাহফুজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Bootstrap Image Preview