Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মামলার রায়ের ২১ বছর পর গ্রেফতার বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঘর পোড়ানোর মামলায় আজ থেকে ২১ বছর আগে ২০০৫ সালে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। তবে ঘটনার পর থেকেই পলাতক থাকায় পুলিশ আসামীকে ধরতে পারেনি। বর্তমানে আসামি নারী আজিবুন নেছা ষাটোর্ধ্ব বৃদ্ধা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আসামি বৃদ্ধাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানার পুলিশ।

গ্রেফতারকৃত আজিবুন নেছা তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের তোরাব আলীর স্ত্রী তিনি।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জবা রানী দেব জানান, সাধু গ্রামে ১৯৯৯ সালে ঘর পোড়ানো মামলায় আজিবুন নেছা অভিযুক্ত হন। শুনানি শেষে ২০০৫ সালে আদালত তাকে দুই বছরের সাজা দেন। দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা জানান, ২১ বছর ধরে এই আসামির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে সিলেট থেকে তাকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview