Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় ট্রলার ডুবি: ৫ম দিনেও চলছে উদ্ধারকাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ৫ম দিনে নিখোঁজ ২০ শ্রমিক ও ট্রলারের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে সংশ্লিষ্ট উদ্ধারকারীরা। 

শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান। পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-বাহিনীর ডুবুরি দল, বিআইডাব্লিউটিএ’র সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছে। 

প্রত্যয়, দুর্জয়, অগ্নি শাসক উদ্ধারকারী জাহাজ হিসাবে কাজ করছে। নৌবাহিনীর সাইট স্ক্যানার ‘সোনার’ ও ‘হাইড্রোগ্রাফিক সার্ভে’র মাধ্যমে পানির নিচে অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ট্রলার ও নিখোঁজ ২০ শ্রমিকদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। তবে উদ্ধারকাজের কোনো আপডেট তথ্য নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চর ঝাপটায় মালবাহী জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়। ঘটনার দিন কোনো উদ্ধারকাজ চালানো হয়নি। বুধবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উদ্ধারকাজ শুরু হলেও এখনো কারও সন্ধান পাওয়া যাচ্ছে না।

Bootstrap Image Preview