Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পবিত্র গ্রন্থ পাঠের মধ্যদিয়ে উৎসব সমাবেশ শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিশাল বিজয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

দুপুর আড়াইটায় পর পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর তিনটার দিকে সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশ বিকেলে হলেও সকাল থেকেই বিভিন্ন এলাকা নেতাকর্মী‌দের মিছিল আসতে শুরু করে। জনসভায় যোগ দিতে সকাল ৯টার দিকেই সোহরাওয়ার্দী উদ্যান জনাকীর্ণ হতে হয়ে উঠে। 

প্রতিটি নেতাকর্মী‌দের লাল-সবুজ টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে হেঁটে বা পিকআপভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে উদ্যানের দিকে যাচ্ছেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা।

Bootstrap Image Preview