সিলেট পর্বের শেষ ম্যাচ আজ সিলেট সিক্সার্সের। সেই সাথে তাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারেও শেষ ম্যাচ এটি। তাই শেষ ম্যাচটা রাঙ্গাতে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে.৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে সিলেট। জয়ের জন্য রংপুরের ১৯৫ রান দরকার।
বিপিএলে টিকে থাকার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা রাঙ্গাতে পারেননি লিটন দাস। দ্বিতীয় ওভারের মাথায় ফরহাদ রেজার বলে ক্যাচ আউট হন তিনি।
লিটন না পারলেও আরেক ওপেনার সাব্বির রহমান যেন ঝড় হয়ে ফিরে এলেন ক্ল্যাসিক চার-ছক্কায় মাতিতে তুললেন গ্যালারি। ঝড়ো ফিফটি করে দীর্ঘ দিনের অফ ফর্মের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করলেন। কিন্তু শেষ ম্যাচটা বড় করে শেষ করতে পারলেন না ওয়ার্নার ১৩ ওভারের মাথায় মাশরাফির বলে হ্যালসের হাতে ১৯ রানে ক্যাচ আউট হন তিনি।
ক্যাপ্টেনকে হারিয়ে মাশরাফিদের বিপক্ষে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন সাব্বির। শেষ ওভারের ৫ বল আগে ৮৫ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর পোরানের ব্যাটিংয়ে ১৯৪ রান করে সিলেট।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ১৯৪/৪
লিটন(১১),ওয়ার্নার(১৯),আফিফ(১৯), সাব্বির(৮৫), পোরান(৪৮), জাকির(৫)।
উইকেট নিয়েছেনঃ মাশরাফি(২), শফিউল(১)।
সিলেট সিক্সার্সঃ লিটন দাস, সাব্বির রহমান, ওয়ার্নার, পোরান, অলক কাপালি, সোহেল তানভির, সন্দ্বীপ, তাসকিন আহমেদ, আফিফ , মেহেদী হাসান রানা, জাকের আলী।
রংপুর রাইডার্সঃ মাশরাফী, মিথুন, অপু , সোহাগ, ফরহাদ, গেইল, ডিভিলিয়ার্স, হ্যালস, নাহিদুল, রুশো, শফিউল।