Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রার্থনার দিনে কাজ করানোয় ১৭৬ কোটি টাকা জরিমানা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির একটি বিলাসবহুল হোটেলে রবিবার চার্চে বিশেষ প্রার্থনার দিনে কাজে যোগ দিতে পারবেন না এই শর্তে ২০০৬ সালে বাসন ধোয়ার কাজে যোগ দেন দেশটির হাইতির অভিবাসী মেরি জেন পিয়ের। কাজ করেন প্রায় ১০ বছর।   

২০১৫ অবধি হোটেল কর্তৃপক্ষ তার এই কথা মেনে নিয়েছিলেন। কিন্তু বিবাদ লাগে তার পরেই। হোটেল কর্তৃপক্ষ রবিবারেই কাজ করবার জন্য জোর করতে থাকেন মেরিকে।  বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোনও লাভ হয়নি বলে জানান মেরি। বরং কর্তৃপক্ষ মেরিকে বলেন অন্যান্য সহকর্মীদেরকে অনুরোধ করতে যাতে রবিবার তাকে ছুটি নেওয়ার সুবিধা তারা করে দেন।

কিন্তু পরিস্থিতি হঠাৎই খারাপ হয় ২০১৬ সালের মার্চ মাসে মেরিকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হলে। তার পরেই আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই মহিলা।

এর পরেই গত সোমবার সেই মামলার রায়ে আদালত দোষী সাব্যস্ত করে ওই হোটেল কর্তৃপক্ষকে। মেরির কাজের পাওনা ও মানসিক দ্বন্দ্বের ক্ষতিপূরণ হিসেবে আদালত থেকে প্রায় ১৭৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় সেই হোটেল কর্তৃপক্ষকে। তবে এই রায়ে খুশি নয় হোটেল কর্তৃপক্ষ। এই রায়ের বিরুদ্ধে আপিল করবে হোটেল কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview