নারী হয়েও রাইড শেয়ারিং অ্যাপ উবার চালানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই বেশ আলোচিত শাহনাজ আক্তার পুতুলের দুই মেয়ের এক বছরের পড়াশোনার সকল খরচের দায়িত্ব নিচ্ছে উবার কর্তৃপক্ষ।
উবারের দায়িত্ব নেয়ার ব্যাপারে শাহনাজ বলেন, ‘উবার কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে আমাকে জানিয়েছেন, তারা আমার দুই মেয়ের এক বছরের পড়াশোনার সকল খরচাপাতি দিবেন। আমি উবার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
মেয়েদের বিষয়ে শাহনাজ বলেন, ‘আমার সকল কষ্টই শুধুমাত্র আমার মেয়ে দুটির জন্য। আমি তাদের মানুষের মতো মানুষ বানাতে চাই। আমি স্বপ্ন দেখি আমার মেয়েরা একদিন জজ-ব্যারিষ্টার হবে। তাহলেই আমার এই কষ্ট স্বার্থক হবে।’
উল্লেখ্য, সম্প্রতি শাহনাজ আক্তার পুতুলের স্কুটিটি চুরি যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্কুটিটি উদ্ধারও হয়। কিন্তু এর মাঝেই হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন শাহনাজ।
রাজধানীর মিরপুরেই বেড়ে উঠেছেন শাহনাজ। স্বামী থাকলেও নানা কলহের কারণে তিনি আলাদা থাকেন। বাবা নেই, মা আর বোনেরা আছেন সংসারে। তার সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে মিরপুরের বাংলা স্কুলের বালিকা শাখায় নবম শ্রেণিতে আর ছোট মেয়েটি অন্য একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছেন।