Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠক ফেব্রুয়ারিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:২৩ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:৫২ AM

bdmorning Image Preview


উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আগামী ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ। গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর এটি হবে দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ।

উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং-চোল ওয়াশিংটনে এক নজিরবিহীন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেয়া হলো।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি আলোচনার জন্য মুখিয়ে আছেন।

এ বিষয় হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স জানিয়েছেন, কিম ইয়ং-চোলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেছেন। এতে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠক নিয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

স্যান্ডার্স আরে জানিয়েছেন, উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিমের সঙ্গে বৈঠকে বসতে প্রেসিডেন্ট ট্রাম্প অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এ বৈঠকের স্থান আরো পরে জানানো হবে।

এদিকে ভিয়েতনামের একটি সরকারি সূত্র থেকে জানিয়েছে, দেশটি ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। এই বৈঠক রাজধানী হ্যানয় অথবা উপকূলীয় শহর ড্যানাং-এ হতে পারে।

এছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন শুয়ান ফুক ব্লুমবার্গ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, হ্যানয় দুই নেতাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে।

Bootstrap Image Preview