Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স। প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছেন সিলেট সিক্সার্সের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৮৪ রান।

টসে জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালোই করেছিলেন সাব্বির ও লিটন। কিন্তু সেই ভালোটা বেশিক্ষণ বহন করতে পারেলেন না। খেলার ৫ ওভারের মাথায় ৩৮ রানে ভেঙে যায় এই জুটি। এরপর ক্যাপ্টেন ওয়ার্নার ও আফিফ জুটি বাঁধার চেষ্টা করলে সেটি সফল হতে দেন না ডাইনামাইটস বোলাররা। আফিফ ১৯ রানে বিদায় নেওয়ার পর এখনো উইকেটে আছেন ওয়ার্নার। 

সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ লিটন(২৭), সাব্বির(১১), আফিফ(১৯), কাপালি(০)।

সিলেট সিক্সার্সঃওয়ার্নার(অধিনায়ক), সোহেল তানভির, লামিচান, পোরান, কাপালি, লিটন, সাব্বির, আল আমিন, তাসকিন, আফিস, অনিক। 
ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সোহান, রুবেল, শুভাগত, রনি তালুকদার, মিজানুর, রাসেল, নারাইন,বিরছ, আলিস ও রাসলি।

Bootstrap Image Preview