Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনিবার্য কারণবশত শনিবারের জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন স্থগিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:২৯ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০১:০৭ PM

bdmorning Image Preview


অনিবার্য কারণবশত শনিবারের (১৯ জানুয়ারি) জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।

জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

তবে বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের কোনো কারণ জানানো হয়নি।

এই কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

উল্লেখ্য, ভিটামিন 'এ' দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।  এছাড়া ভিটামিন 'এ' এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতাও হতে পারে। 

Bootstrap Image Preview