Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'ড্যান্স বারে মদ খেয়ে নাচতে কোন বাধা নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী


মদ খেয়ে ড্যান্স বারে নাচতে কোন বাধা নেই। এমনই রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট।

এর আগে ২০১৬ সালে তৈরি করা এক আইনে ড্যান্স বার নিয়ে কঠোর নিয়মাবলি জারি করেছিল মহারাষ্ট্র সরকার। আগের আইনে বলা হয়েছিল, ধর্মীয় প্রতিষ্ঠান বা স্কুল-কলেজের এক কিলোমিটারের মধ্যে কোনো ড্যান্স বার তৈরি করা যাবে না।

এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মুম্বাইয়ের মতো শহরে এমন আইন বাস্তবসম্মত নয়। তাই নতুন আইনে ড্যান্স বারগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে আদেশ দেয়া হয়েছে।

এ ছাড়া এই আইনে নাচের সময় টাকা দেয়ার অনুমতি দেয়া হয়েছে, তবে তা দেয়ার যে রীতি বর্তমানে রয়েছে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন আইনে।

এ ছাড়াও ড্যান্সবারে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার। যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যুক্তিতে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র সরকারের অ্যাটর্নি জেনারেল।

প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্র সরকারের তৈরি আইনে নাচার সময় মদ খাওয়া বৈধ নয় বলে মত দেয়া হয়েছিল। সে আইন বাতিল করে ড্যান্স বারের ওপর আরোপিত নানা বিধিনিষেধও শিথিল করলো ভারতের সর্বোচ্চ আদালত।

Bootstrap Image Preview