Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবি’র তিন দোকানিকে জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) তিন দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য  রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী'র সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, স্টেশন বাজারের তিনটি দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ও ৩৮ নং ধারা অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বটতলা হোটেলে মোটা লবন ব্যবহার ও খাবারের মূল্য তালিকা না থাকায় ৫  হাজার টাকা, জীবন ভ্যারাইটিজ দোকানে মেয়াদোত্তীর্ণ হলুদ ও জুস রাখার দায়ে ৫ হাজার টাকা, হাসান ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview