Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবজাতককে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন ডাক্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:০৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview


ভারতের পশ্চিমবঙ্গের পতন্দা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে এক নবজাতক প্রাণ বাঁচাতে নিজেই প্রাণ দিলেন ডাক্তার। 

গত মঙ্গলবার ফুটফুটে এক শিশুর জন্ম দেন সোনালি মাজি নামের এক নারী। প্রসবকাজের তত্তাবধানে ছিলেন ডাক্তার বিভাস খুটিয়া। কিন্তু ডাক্তার খেয়াল করলেন, জন্মের পর থেকেই নবজাতক নিথর হয়ে আছে। এতে উদ্বিগ্ন হয়ে ওঠেন ডাক্তার বিভাস। 

তিনি ‘ওয়ার্মারের’ মাধ্যমে কৃত্রিম উপায়ে নবজাতকের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টির চেষ্টা করেন। কিছুক্ষণ পরই শিশুটির মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়। কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যেই ডাক্তার বিভাস খুটিয়া মেঝেতে টলে পড়েন। পাশে থাকা নার্স দ্রুততার সঙ্গে তার হাত থেকে নবজাতক ও ‘ওয়ার্মার’ সরিয়ে নেন।

সদ্য প্রাণ পাওয়া নবজাতক রেখে ডাক্তারকে তৎপর হয়ে ওঠেন নার্স। তাৎক্ষণিকভাবে তাকে পাশ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানকার দায়িত্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা।

তার এই অকস্মাৎ মৃত্যুতে পশ্চিমবঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি পতন্দা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ওই সেন্টারে সন্তান-সম্ভবা নারীদের উত্তম চিকিৎসা সেবা দিতে তিনি নিজেই প্রসুতি বিভাগ সাজিয়েছেন। 

স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি নিজেকে ওই হেলথ সেন্টারের সঙ্গে বন্ধণে আবদ্ধ করেছিলেন। যেকোন প্রয়োজনে ২৪ ঘন্টা প্রস্তুত থাকতেন তিনি। 

Bootstrap Image Preview