চলতি বিপিএলে ছয় ম্যাচে দুই জয় নিয়ে বেশ নড় বড়ে অবস্থানে আছে রংপুর রাইডার্স। সেরা চারে টিকে থাকতে হলে তাদের পরের ম্যাচ গুলো জয়ের বিকল্প নেই। সেই জয়ের দেখা পেতে টি-টোয়েন্টির বড় তারকা এবি ডি ভিলিয়ার্সকে উড়িয়ে নিয়ে এলো রংপুর।
আজ রাতেই ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক। ঢাকা থেকে সিলেট আসার কথা তাঁর।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ তারিখের ম্যাচে সিলেটে সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন এই শক্তিশালী ব্যাটসম্যান।
রংপুরের দলে শুধু ডি ভিলিয়ার্স নয় আরও আছেন গেইল । যদিও তিনি এখনো বড় ধরণের কিছু করে দেখাতে পারেনি তবে ডি ভিলিয়ার্স দলে যোগ দেওয়ায় জ্বলে উঠে পারেন।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।