Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারের ভিশন নিয়ে বিকালে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর আগামী দিনের পরিকল্পনা (ভিশন) সম্পর্কে বিশ্বকে জানাতে ঢাকায় অবস্থান করা বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এরই মধ্যে ঢাকায় অবস্থিত সব দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের এই ব্রিফ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এই ব্রিফিংয়ে নতুন সরকারের অর্থনৈতিক কূটনীতি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করবেন। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ করলে ট্যাক্স হলিডেসহ বিদেশি বিনিয়োগকারীরা যেসব সুবিধা পাবেন, তাও তুলে ধরবেন তিনি। বিদেশি বিনিয়োগ টানতে সরকারের নেওয়া অর্থনৈতিক জোন সম্পর্কেও তিনি জানাবেন।

সূত্র জানায়, আগামী দিনের পররাষ্ট্রনীতিতে কোন কোন ক্ষেত্রে ঢাকা গুরুত্ব দেবে, তা ব্রিফিংয়ে উপস্থাপন করা হবে। যার মধ্যে রোহিঙ্গা ইস্যু ও গণতান্ত্রিক চর্চার বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে। এই সংকটের কারণে প্রতিবেশী রাষ্ট্রসহ গোটা বিশ্ব সামনের দিনে কী ধরনের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত হুমকিতে পড়তে পারে, তাও উপস্থাপন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদ-মর্যাদার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিফিংয়ে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সবাইকে জানানো হবে। বাংলাদেশের ইতিহাসে একাদশ সংসদ নির্বাচন যে শান্তিপূর্ণ ও সব লের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে, তার পরিসংখ্যান তুলে ধরা হবে। এ ছাড়া ভোটে যে সব অনিয়মের অভিযোগ উঠেছে, সে সম্পর্কে নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপও তুলে ধরা হবে।

Bootstrap Image Preview