Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোয়াইন ফ্লুতে আক্রান্ত অমিত শাহ, ভর্তি হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস-এ।

বুধবার রাতে অমিত শাহ নিজেই টুইট করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। পাশাপাশি তিনি লিখেছেন, চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপা ও সকলের শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো।

হঠাৎ বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় বুধবার সকালে অমিত শাহকে এইমস-এ নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অমিত শাহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।

এইমস’র ডিরেক্টর রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে মেডিক্যাল টিম গঠন করে অমিত শাহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা চলছে। প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

Bootstrap Image Preview