Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে তেলের ডিপো'তে আগুন 

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফৌজদার হাট আব্দুল্লাহর ঘাটা এলাকায় একটি তেলের ডিপো'তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত আগুন ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তি একটি গাড়ির শো রুমসহ অন্যান্য স্থাপনায়।

বুধবার (১৬ জানুয়ারী) আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের গাড়ি এবং নৌ বাহিনীর গাড়ি গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।

স্থানীয়রা জানান, তেলের ডিপুতে লাগা আগুন বর্তমানে ডিপোর পাশে টাটা মোটরস ও বড়তাকিয়া মোটরস এ গাড়ির শো-রুমে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় উপ সহকারী জসিম উদ্দিন বলেন, ওই ডিপোটি জাহাজের পরিত্যক্ত তেলের যা স্থানীয়ভাবে জয়নালের কালো তেল হিসেবে পরিচিত। দুপুরে সেখানে আগুন লাগে। এর পাশেই রয়েছে একটি গাড়ির ওয়ার্কশপ। আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের কয়েকটি ছাপড়া ঘরও আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল সোয়া ৩টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, ডিপোটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় আগুনের কারণে প্রায় আধঘণ্টা এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে কাছের রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কামরুল হাসান দুলু জানান, দুপুরের দিকে হঠাৎ জয়নালের কালো তেলের ডিপো থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং কালো ধোঁয়া বের হতে দেখতে পান তারা। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন ভেতরে মানুষেরা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি। 
 

Bootstrap Image Preview