Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে গ্রেফতার ইরানের প্রেস টিভির নারী সাংবাদিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেসি টিভির এক নারী সাংবাদিক ও উপস্থাপককে গ্রেফতার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

ইরানি এই টেলিভিশন চ্যানেল বলছে, কারাগারে তাকে হালাল খাবারও দেয়া হচ্ছে না।

হাশেমির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সাংবাদিক এবং সঞ্চালক হাশেমি অসুস্থ ভাইসহ অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য দেশটি সফর করছিলেন। রোববার তাকে সেন্ট লুইস ল্যাম্ববার্ট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

বর্তমানে তাকে এফবিআই পরিচালিত একটি বন্দি শিবিরে রাখা হয়েছে। গ্রেফতারের পর ৪৮ ঘণ্টা ধরে কোনো খোঁজ পায়নি তার স্বজনরা। আটক অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

আটক হাশেমিকে হালাল বা নিরামিষ জাতীয় খাবার দেয়া হচ্ছে না। তাকে কেবল শুকনা রুটি খেয়ে থাকতে হচ্ছে। পার্সট্যুডে।

Bootstrap Image Preview