সিলেট পর্বের দ্বিতীয় দিনের খেলায় শক্তিশালী ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস।
ঢাকা পর্বের সব গুলো ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে সাকিবরা। অন্যদিকে চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছেন মিরজারা।
তাই পয়েন্ট টেবিলের এই বিরাট ফারাক কমাতে মরিয়া কিংস বাহিনী। গতকাল খুলনা টাইটান্সের বিপক্ষে হারলেও আজ সাকিবদের বিপক্ষে জয় পাওয়ার লক্ষে টসে জিতে ব্যাটিং নিয়ে রাজশাহী কিংসের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ।
আজ মিরাজদের জার্সিতে লেখা থাকবে তাদের মায়েদের নাম। মাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।