গাজীপুরের টঙ্গীর পুরানো বিসিক এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান জানান, মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে পৌনে ৯টার দিকে টঙ্গীর পুরানো বিসিক এলাকায় জাহিদ হাসান নামে এক ব্যক্তির টিনশেট ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টায় চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদাম ও ঝুট পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, ক্ষতির পরিমাণ জানা যায়নি।