Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলি-ধোনির ব্যাটে করে সমতায় ফিরল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ AM

bdmorning Image Preview


কোহলির সেঞ্চুরিতে ভর করে অ্যাডিলেডে সিরিজ ১-১ করল ভারত৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাহাড় প্রমাণ ২৯৯ রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কিন্তু ৩২ রানে আউট হন ধাওয়ান। ৪৩ করে আউট হয়ে যান রোহিত শর্মাও। আউট হাওয়ার আগে কোহলির সাথে ৫০-এর বেশি রানের পার্টনারশিপ করেন। এর পর দলীয় ১৬০ রানে অম্বতি রায়ডুর উইকেট হারায় ভারত। ৩৬ বল থেকে ২৪ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ উইকেটে ধোনি এসে ব্যাটিংয়ে কোহলির সঙ্গে যোগ্য সঙ্গ দেন। বর্তমান ও প্রাক্তন অধিনায়ক দুজনে মিলে ভারতকে কার্যত জয়ের দোরগোড়ায় নিয়ে যান।

৪৪তম ওভারে দলীয় ২৪২ রানের মাথায় নিজের সেঞ্চুরির পর প্যাভিলনের পথ ধরেন বিরাট কোহলি। ক্যারিয়ারের ৩৯ তম ওয়ান ডে সেঞ্চুরির পর ১০৪ রানেই আউট হয়ে যান কোহলি।

এসময়ও ম্যাচে ভারতের জয়ের পথ বেশ দূরুহ ছিল। ৩৮ বল থেকে প্রয়োজন ছিল ৫৭ রান। কিন্তু শেষপর্যন্ত লড়াই করে যান মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে সাত রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম বলে ছয় মেরে টার্গেট আরও সহজ করে নেন ধোনি। হাফ সেঞ্চুরিও করেন। পরের বলেই সিঙ্গেল নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি।

৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ধোনি৷ ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সংগ দেন দীনেশ কার্তিক৷

Bootstrap Image Preview