ঢাকা পর্বে টানা চার ম্যাচ হারের পর সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।
প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে মাহমুদউল্লাহরা।
১২৯ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী কিংস। মাহমুদ উল্লাহ ও তাইজুলের বোলিং তোপে ধ্বসে পড়েছে কিংসের ব্যাটিং লাইন।
একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসতে থাকে তাঁরা। একমাত্র মিরাজের ব্যাট থেকে ২৩ রানের বড় ইনিংস আসে। অবশেষে ১৯ ওভার ৫ বলে ১০৩ রানে গুটিয়ে যায় রাজশাহী। ফলে ২৫ রানের জয় পায় খুলনা।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোর। ১০/১০৩
মুমিনুল(৭), ইভান্স(০), মিরাজ(২৩), সৌম্য(২), জাকির(৭), রেন টেন(১৩), উদানা(৬), আরাফাত সানী(১৫) , রাব্বি(১৩)ও মোস্তাফিজ(০)*।
উইকেট নিয়েছেনঃ মাহমুদইল্লাহ(২), তাইজুল(৩), জুনায়েদ(২), ডেভিড(১)।
সিলেট পর্বে এসেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতো পারলো না খুলনা।টসে জিতে ব্যাটিংয়ের শুরু থেকেই কিংস বোলারদের সামনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে খুলনা। দলের কোন ব্যাটম্যানরা মিরাজদের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে না। একমাত্র আরিফুল হক দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন।
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ। ১২৮/৯
মাহমুদউল্লাহ রিয়াদ(৯), আরিফুল হক, নাজমুল হাসান শান্ত(১১), জুনায়েদ সিদ্দিকি(১৪),ব্র্যাফেট(৮), জুনায়েদ খান, জুহুরুল ইসলাম(১৩),মালান(১৫),ডেভিড(১৩), আরিফুল(২৬),তাইজুল(০), শরিফুল(২)* ও জুনায়েদ(২)*।
উইকেট নিয়েছেনঃ উদানা(২), মিরাজ(২), মোস্তাফিজ(১), আরাফাত সানি(২)।
খুলনা টাইটান্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, তাইজুল ইসলাম,শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি,ব্র্যাফেট, জুনায়েদ খান, জুহুরুল ইসলাম,মালান,ডেভিড।
রাজশাহী কিংসঃ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, উদানা, রয়েন টেন, আরাফাত সানি, ইভান্স, জনকের, মোহাম্মদ হাফিজ, রাব্বী , সৌম্য সরকার, জাকির হাসান।