Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিনিধি নিয়োগ দিবে আমার এমপি ডট কম

সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


জনগণের কাছে সংসদ সদস্যদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে 'আমার এমপি' স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রতিটি নির্বাচনী আসন ভিত্তিক সংসদীয় প্রতিনিধি (এ্যাম্বাসেডর) নিয়োগ দেয়া হবে।

আমার এমপি ডট কম এর প্রতিষ্ঠাতা সুশান্ত দাস গুপ্ত তার ভেরিফাইড ফেসবুক পেইজ ও 'আমার এমপি'র অফিসিয়াল পেইজে স্ট্যাটাসের মাধ্যমে আসন ভিত্তিক সংসদীয় প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা জানান।

নির্দিষ্ট আসন ভিত্তিক সংসদীয় প্রতিনিধি হতে আগ্রহীরা তাদের জীবন বৃত্তান্ত, নিজ নির্বাচনি এলাকার সংসদ সদস্যের প্রত্যায়ণপত্রসহ [email protected] মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আগ্রহীদের সংসদীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ নিশ্চিত করে পরিচয় পত্র প্রদান করা হবে। বিস্তারিত জানতে ০১৭১৪৩১১৭৪৩ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য: AmarMP.com সাইটটি ব্যবহার করে ঘরে বসে এলাকার যেকোনো সমস্যা সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা যাবে নিজ এলাকার সংসদ সদস্যকে। মন্ত্রী বা এমপিরা সেই প্রশ্নের উত্তর দিবেন এই সাইটের মাধ্যমে। সংসদীয় প্রতিনিধিদের কাজ হবে তারা জনগণের করা প্রশ্নের উত্তরগুলো সংসদ সদস্যদের কাছ থেকে সংগ্রহ করে সমস্যার সমাধানে সহযোগিতা করা।

Bootstrap Image Preview