একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাটাস।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
অভিনন্দন বার্তায় ইস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাটাস বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সাথে পারস্পারিক সম্পর্ক উন্নয়ে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আগামীতে আমরা আমাদের কাজগুলো সফলভাবে করবো।
দেশ দুটির মধ্যে বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে এবং এগুলো আমরা ফলপ্রসু কাজে লাগাতে চাই।