Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে বিএনপির ৩ কর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:৫৭ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরীর চকবাজারে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন কর্মীর বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আলী ইমরানের আদালতে তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন নগরীর চকবাজার এলাকার যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু। মামলার বিবাদীরা হলেন, চকবাজার এলাকার বিএনপি কর্মী আয়াস খান, মহিবুল্লাহ ও মোদাচ্ছের।

আদালত অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশা দিয়েছেন।

বাদী যুবলীগ নেতা টিনুর দাবি, আসামিরা সবাই এক সময় ফ্রিডম পাটি করতো। তারা বঙ্গবন্ধুর খুনি কর্ণেল ফারুকের আত্মীয়। বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত।

নুর মোস্তফা টিনু বলেন, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা চকবাজার কাঁচাবাজারে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে।

বাদীর পক্ষে মামলা পরিচালনাকারী চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়েছে। এবং ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে ওসিকে নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview