Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


জাতীয় নির্বাচনের আমেজ পার হতে না হতেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বইছে উপজেলার পরিষদ নির্বাচনের আমেজ।

বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মাঝে খুব একটা সাড়া না জাগালেও রাজনীতি অঙ্গণে চলছে মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক তৎপরতা।

বিশেষ করে ক্ষমতাসীন দল আ.লীগে। চলছে উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আর প্রচার প্রচারণা। দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। আর প্রচারের মূখ্য মাধ্যম হিসেবে প্রার্থীরা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। আপলোড করা হচ্ছে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আর আলিঙ্গনের ছবি। 

এখন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জামায়াত-বিএনপির কোন প্রার্থী দেখা না গেলেও আ.লীগের রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী।

যার মধ্যে রয়েছে, জয়পুরহাট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুঞ্জুর শীহদ মুন্না, পাঁচবিবি উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন। 

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রভাষক মোস্তাফিজুর রহমান। 


 

Bootstrap Image Preview