Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপুল সম্পদের মালিক স্বাস্থ্য অধিদফতরের সেই কর্মকর্তা বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হওয়া স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) হিসাবরক্ষণ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বলে স্বাস্থ্য অধিদফতর সূত্র নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র থেকে জানা গেছে, আবজাল হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আবজালের স্ত্রী স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার স্টেনোগ্রাফার রুবিনা খানমের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক।

গত বৃহস্পতিবার আবজালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রুবিনা খানমকেও আগামী বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে দুদক সূত্র জানা গেছে।

দুদকের অভিযোগ থেকে জানা গেছে, আবজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি আছে। বাড়ি নম্বর ৪৭, ৬২ ও ৬৬।

এছাড়া ১৬ নম্বর রোডে রয়েছে পাঁচতলা বাড়ি। বাড়ি নম্বর ১৬। উত্তরার ১১ নম্বর রোডে রয়েছে একটি প্লট। প্লট নম্বর ৪৯। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের অঢেল সম্পদ।

অস্ট্রেলিয়ায় তাদের বাড়ি রয়েছে। দুদক সেই বাড়ির সন্ধানও পেয়েছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview