Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগাম জামিন পেলেন আব্বাস দম্পতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের আট মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তাদের এ জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, তাকে সহযোগিতা করেন আমিনুল ইসলাম। এ সময় মির্জা আব্বাস দম্পতি আদালতে উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি ২০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর শাহজাহানপুর থানায় দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন মামলাটি করেন।

এজাহারে বলা হয়- মির্জা আব্বাসের অবৈধভাবে অর্জন করা সম্পত্তি আফরোজা আব্বাসের নামে রাখা হয়। এতে স্ত্রীও অপরাধ করেছেন। দুদক সে প্রমাণ পেয়েছে। এর আগে রোববার দুদক কমিশনের সভায় মামলাটি অনুমোদন দেওয়া হয়।

মামলার এজাহার ও দুদক সূত্র জানিয়েছে, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ অভিন্ন ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং পরবর্তীকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন। তিনি একজন ব্যবসায়ীও। তার স্ত্রী আফরোজা আব্বাসের আয়কর নথিতে নিজেকে একজন হস্তশিল্প ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তবে দুদক প্রমাণ পেয়েছে আফরোজা আব্বাসের নিজের আয়ের কোনো বৈধ উৎস নেই।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন।

Bootstrap Image Preview