গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন।
সোমবার (১৪ জানুয়ারি) সকালে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরনে পুরাতন জিন্সের প্যান্ট এবং ছেঁড়া কালো জ্যাকেট রয়েছে।