সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে পোশাক শ্রমিকরা আজ আবারও সড়ক অবরোধের চেষ্টা করে একদল পোশাক শ্রমিক।
সোমবার সকালে সাভারের টঙ্গী-আশুলিয়া মহাসড়কে অন্তত ১০টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ায় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংপুর অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এ সময় পুলিশ হ্যান্ড মাইকে শ্রমিকদের উদ্দেশে বলেন, যেসব শ্রমিকরা কাজ করবেন তারা কারখানার প্রবেশ করেন। আর কাজ না করতে চাইলে বাড়ি চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও মহাসড়কে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। পরে কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করলে বাকি শ্রমিকরা বাড়ি ফিরে যান।
শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বলেন, ‘শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করতে চাইলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে, পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে ন্যূনতম মজুরি নির্ধারণ করায় সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার পোশাক শ্রমিকরা কাজে যোগ দেন। মজুরি কাঠামো নিয়ে অসন্তোষের মধ্যে গতকাল রোববার ৬টি গ্রেডের পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেয় সরকার।