Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৬

মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০১:২১ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ রেস্ট হাউজের সামনের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চিলক মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর থেকে মাদারীপুুর হয়ে মস্তফাপুর আসার পথে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ রেস্ট হাউজের সামনে ফোরলেন সড়কে এক নারীর সাথে ধাক্কা লেগে মটরসাইকেলে চাকার সাথে কাপুড় পেঁচিয়ে মটরসাইকেলের দুই আরোহী, চালকসহ রাস্তার ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত নারী চালক গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

একইদিন ভোরে একই স্থানে অটোভ্যান ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি(তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, আমি খোজ নিচ্ছি ও সদর হাসপাতালে ফোর্স পাঠাচ্ছি।

Bootstrap Image Preview