চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে ৫ রানে হারিয়ে দ্বিতীয় জয়ের স্বাদ পেলো মিরাজের রাজশাহী কিংস। বিপিএলের ১৩তম ম্যাচে রাজশাহী কিংস। প্রথমে টসে জিতে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে
রাজশাহী কিংসের দেওয়া এই স্বল্প পুঁজির রান তাড়া করতে সবাইকে অবাক করে গেইলের সাথে ওপেনিং ব্যাটিং করতে নামেন মাশরাফি। কিন্তু ব্যাট হাতে তিনি ব্যর্থ হয়েছেন শূন্য করে ফিরেছেন সাজ ঘরে।
মাশরাফির বিদায়ের পরে ১৪ বলে ২৩ রানের ঝড়ো ইনিং খেলেন গেইল।গেইলের বিদায়ের পর মিথুন ও রুশো মিলে নতুন করে জুটি গড়েন । এই জুটি থেকে আসে ৪০ রান।
মিথুন ৩০ রানে বিদায় নিলে একটু চাপে পড়ে যায় রংপুর ।কিন্তু রুশোর দায়িত্বশীল ব্যাটিংয়েও জয়ের লক্ষে পৌছাতে পারে না রংপুর। অবশেষে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে রংপুর।
রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ৬/১৩০
গেইল(২৩), মাশরাফি(০), মিথুন(৩০), বোপারা(১), হাওয়েল(৪),রুশো(৪৪), ফরহাদ(০)।
উইকেট নিয়েছেনঃ রাব্বী(২), মোহাম্মদ হাফিজ(২)।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৩৫/৮
মুমিনুল(১৪), মিরাজ(০), সৌম্য(১৮) হাফিজ(২৬), ইভান্স(২(, রয়েন টেন(১৪), উদানা(৮), আরাফাত সানি(১), জাকির(৪২),রাব্বী(১)।
উইকেট নিয়েছেনঃ সোহাগ(১), মাশরাফি(২),ফরহাদ রেজা(২), শফিউল(১)।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী নাহিদুল, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, ক্রিস গেইল, রুশো, হাওয়েল।
রাজশাহী কিংসঃ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, উদানা, রয়েন টেন, আরাফাত সানি, ইভান্স, জনকের, মোহাম্মদ হাফিজ, রাব্বী , সৌম্য সরকার, জাকির হাসান।