Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়েতে ভাত নিয়ে যাওয়ায় টেবিল উল্টে দিলেন বর, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview


বিয়েতে খাবার টেবিলে বরের সঙ্গে দুষ্টামির এমন পরিণতি হবে ভাবেনি কেউ। সামনে থেকে ভাত নিয়ে যাওয়ায় অনুষ্ঠানে সবার সামনেই রেগে গিয়ে খাবার টেবিল উল্টে দিয়েছেন বর। এ সময় তার পাশেই বসা ছিলেন কনে।

সম্প্রতি ভারতের কেরালার একটি বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খাবার টেবিলে অন্য অনেকের সঙ্গে বসে আছেন বর-কনে। তাদের সামনে থাকা গ্লাসে প্রথমে পানি দেওয়া হয়। এরপর টেবিলে থাকা কলার পাতায় ভাত দেওয়া হয়। বরের ভাত পাশের জন নিয়ে নেওয়ার পর শুরু হয় হাসি-ঠাট্টা। এরপর চলতে থাকে কথা। একপর্যায়ে বর রেগে গিয়ে পুরো টেবিল উল্টে দেন।

এই সময়-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ের দিন বরের সঙ্গে দুষ্টামি করার ঘটনা গত কয়েক বছর ধরে ছড়িয়ে পড়েছে কেরালা জুড়ে। বর ও কনের বন্ধু-বান্ধবরা এই দুষ্টামি করে থাকেন। তবে অনেক সময় এটা নিছক মজার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটি র‌্যাগিংয়ের পর্যায়ে চলে যায়। এর ফলে বিবাহবিচ্ছেদ কিংবা বর-কনের মানসিক সমস্যাও দেখা দেয়।

Bootstrap Image Preview