Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লরির নিচে চাপা পড়েও উঠে দাঁড়ালো মন্দিরে প্রণামরত নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করার সময় রমিলা সোলাঙ্কি নামের এক নারীকে চাপা দেয় একটি লরি। ধাক্কা খেয়ে লরির নিচে পড়ে গেলেও দিব্যি সুস্থ রয়েছেন ওই নারী।

ভারতের গুজরাটি ঘটে যাওয়া এই ঘটনার পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

সেই ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এবেলার খবরে বলা হয়, ৫৩ বছর বয়স্ক এই মহিলার নাম রমিলা সোলাঙ্কি। তিনি কাজে যাচ্ছিলেন। যাওয়ার সময়ে সাইবাবার মন্দিরের সামনে প্রণাম করার জন্য দাঁড়ান। প্রণামরতা অবস্থাতেই ময়লা তোলার লরিটি তাকে চাপা দেয়। তিনি মাটিতে পড়ে যান।

এসময় লরিটি তার দেহের উপর দিয়ে চলে যায়। পরে আশপাশের মানুষ লড়ির চালককে ধরেন। ততক্ষণে মাটি থেকে গা ঝাড়া দিয়ে উঠে পড়েন ওই নারী। তিনি সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন।

Bootstrap Image Preview