Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের ৪ ধাপ উন্নতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১০:২১ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


অর্ন্তজাতিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি করা বৈশ্বিক সন্ত্রাস সূচকে (জিটিআই) ২৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত বছর ৬ দশমিক ১৮১ পয়েন্ট পেয়ে ২১তম স্থানে ছিল। এবার বাংলাদেশ ৫ দশমিক ৬৯৭ স্কোর লাভ করে চার ধাপ উন্নতি হয়েছে।

বিশ্বের ১৬৩ দেশের মধ্যে জরিপ চলিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে সদর দপ্তর থাকা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইইপির এই তথ্য দিয়েছেন।

প্রতি বছর প্রকাশিত সূচক তথ্য মতে, এবার দক্ষিণ এশিয়ার চার দেশ- বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলংকায় সন্ত্রাসী হামলা কমেছে এবং তারা নিরাপত্তায় উন্নতি দেখিয়েছে। 

জিটিআই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ফিলিপাইন ও মিয়ানমারে সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন।  

এই সূচকে মিয়ানমার ১০-এর মধ্যে ৫ দশমিক ৯১৬ পয়েন্ট পেয়ে গত বছরের তুলনায় ১৩ ধাপ পিছিয়ে তালিকায় ২৪তম অবস্থানে রয়েছে। 

২০১৭ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে মারাত্মক তিনটি সন্ত্রাসী সংগঠন ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), নিউ পিপলস আর্মি ও আবু সায়াফ গ্রুপ।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসে আক্রান্ত ১০ দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। এ কারণে জিটিআই স্কোরে দক্ষিণ এশিয়ার অবনতি হয়েছে।

Bootstrap Image Preview