বিপিএলের নবম আসরের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস। প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটা হারিয়ে ১৮৩ রান করেছে ঢাকা ডাইনামাইটস। জয়ের জন্য রংপুরের ১৮৪ রান দরকার।
ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ হজরতউল্লাহ জাজাই (১), সুনিল নারাইন(৮) রনি তালুকদার(১৮), মিজানুর রহমান(১৫),আন্দ্রে রাসেল(২৩), কাইরন পোলার্ড(৬২), সাকিব আল হাসান(৩৬), শুভাগত হোম(৩), সোহান(৪), রুবেল হোসেন(১*)।
উইকেট নিয়েছেনঃ মাশরাফি(১), সোহাগ গাজী(২), হাওয়েল(২), ফরহাদ রেজা(১), শফিউল(৩)।
টানা দুটি ম্যাচে ফিফটি করার পর এই ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি আফগান তারকা জাজাই। শুরুতেই সোহাগ গাজীর বলে বোল্ড আউট হন তিনি।
জাজাইয়ের বিদায়ের পর তৃতীয় ওভারের মাথায় মাশরাফির বলে ক্যাচ আউট হন নারাইন। এরপর উইকেটে আসেন রনি তালুকদার তিনি ৮ বলে ১৮ রান করে ক্যাচ আউট হলে ব্যাটিং বিপর্যয়ের পড়ে ঢাকা। এরপর সাকিব ও পোলার্ডের ঘুরে দাঁড়ায় ডাইনামাইটস।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, ক্রিস গেইল, রুশো, হাওয়েল।
ঢাকা ডাইনামাইটসঃ হজরতউল্লাহ জাজাই , সুনিল নারাইন,রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, মিজানুর রহমান, আল ইসলাম আলিস,আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান, সাকিব আল হাসান(অধিনায়ক)।