Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

“পান্ডিয়াদের ব্যক্তিগত মন্তব্য ভারতীয় দলের সংস্কৃতি নয়”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


নারীদের নিয়ে বাজে মন্তব্যের জন্য ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধের সুপারিশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ডমিনিস্ট্রেশন কমিটির প্রধান বিনোদ রাই। যা নিয়ে বেশ সমালোচনা চলছে ভারতীয় মিডিয়াগুলোতে। ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রয়েছেন এই দুই ক্রিকেটার।

সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলি। সেখানে বিতর্কে জড়ানো রাহুল ও পান্ডের বিষয়টা উঠে আসে। এ বিষয়ে কোহলি বলেন, হার্দিক-লোকেশের বিকর্তিক মন্তব্যকে সমর্থন যোগ্য নয়। পাশাপাশি বিরাটও এও নিশ্চিত করেন যে, পান্ডিয়াদের ব্যক্তিগত মন্তব্য ভারতীয় দলের সংস্কৃতির পরিচায়ক নয়৷ টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে এমন কুরুচিকর সংস্কৃতির কোনও জায়গা নেই৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের টিম কম্বিনেশন প্রসঙ্গে বিরাট জানান, তাঁরা অপেক্ষা করছেন বোর্ড সংশ্লিষ্ট দুই ক্রিকেটারকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা জানার জন্য৷ বোর্ডের সিদ্ধান্ত জানার পরেই ওয়ান ডে ম্যাচের দল সাজানো হবে৷

এদিকে মহেন্দ্র সিংহ ধোনির উপস্থিতির জন্যই হার্দিক পান্ডে-লোকেশ রাহুলকে নিয়ে ওঠা বিতর্কের জের স্পর্শ করবে না ভারতীয় ক্রিকেট দলকে। এমনই মনে করছেন সুনীল গাওস্কর। তাঁর মতে, প্রাক্তন অধিনায়ক ধোনির ধীর-স্থির ভাব, ঠান্ডা মানসিকতা রক্ষাকবচ হয়ে উঠবে শিবিরে।

Bootstrap Image Preview