Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুলশানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশান নতুন বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও ৩ আরোহী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত সজিব (২২) উত্তর সিটি করপোরেশনের গাড়ি চালক ছিলেন।তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কমলপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি পূর্ব বাড্ডা ডিআইটি প্রজেক্টের পূর্ব পাশের সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টারে থাকতেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, রাত ১২টার দিকে নতুনবাজার প্রগতি সরণি গ্রুপ ফোর অফিসের বিপরীত পাশে মেইন রোডে মোটরসাইকেল ইউটার্ন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

প্রতক্ষ্যর্দশী সূত্র থেকে জানা গেছে, মোটরসাইকেলে থাকা ৪ জনই আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সজিবসহ সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সজিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকিরাও হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সজিবের মামা সবুজ বলেন, কোয়ার্টার থেকে মোটরসাইকেলে করে সজিবের ছোট মামা মোহাম্মাদ আলীসহ কয়েক জনকে নিয়ে রাতে নতুনবাজার এলাকায় যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পেয়েছি।

Bootstrap Image Preview